প্রথমে XAMPP for Windows 1.8.3 PHP এখান থেকে XAMPP Download করে install করে নিন।install সিষ্টেম অন্যান্য install এর মত তাই বিস্তারিত লিখলাম না।
Install এর পর Apache ও Mysql এ Start click দিন
তারপর ডান পাশে Explore এ ক্লিক দিন। htdocs Folder এ ঢুকুন
> যে কোন নামে একটি Folder করুন।(Ex: my_project)
> my_project Folder এ একটি text.txt file খুলুন। তার পর file টির নাম রিনেইম করে index.php দিন।
এবার index.php file টি notepad++ এ খুলুন।
এই code টুকু লিখুন
1
2
3
4
5
|
<?php echo "This Is My First Code" ; ?> |
আসুন ব্রউজারে আউটপুট দেথি
ব্রউজারে address bar এ লিখুন localhost/my_project/index.phpএখানে localhost হেস্ট নেইম এটা অবশ্যই দিতে হবে। my_project হচ্ছে folder এর নাম। আর index.php File এর নাম। file এর নাম index.php হলে File নেইম না দিলে ও চলবে (localhost/my_project/)
কোড বিশ্লেষণ:
>>> পি এইচ পি শুরু করতে হয় <?php দিয়ে। শেষ করতে হয় ?> দিয়ে।এর মধ্যে সকল কোড লিখতে হয়।
<?php
?>
>>> যে কোন কোড কে কল করতে হয় echo অথবা print দিয়ে।
>>> প্রতিটি কোড কে শেষ করার জন্য ; ব্যবহার করতে হয়।
পি এইচ পি Variable :
Variable কি খুব বেশি ব্যাখ্যা না দিয়ে কাজ করতে করতে শিখাতে চেষ্টা করব। শুধু এই টুকু জেনে রাখুন Variable হচ্ছে কোন data কে সংগ্রহ করে রাখার জন্য একটি পাত্র
উদাহরণ:
1
2
3
4
5
6
|
<?php $my_text = "This Is My First Code" ; echo $my_text ; ?> |
>>> পি এইচ পি তে Variable call করতে হয় $ দিয়ে।
এখানে $my_text একটি Variable।আপনি চাইলে my_text এর পরির্বতে অন্য কিছু ব্যবহার করতে পারেন।
আপনার নাম ও ব্যবহার করতে পারেন
আজ এতটুকুই কোন কিছু বুঝতে সমস্যা হলে জানাবেন।
Sign up here with your email
ConversionConversion EmoticonEmoticon