আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আপনাদের দোয়ায় আমিও ভাল আছি।সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।
আমি আজ আপনাদের দেখাব Php programming দিয়ে কী ভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, করতে হয়।
প্রথমে আমরা দুইটা variable declare করব তারপর variable এর মধ্যে Value Declare করব।
তাহলে শুরু করা যাক।
প্রথমে আমরা দুইটা variable declare করব তারপর variable এর মধ্যে Value Declare করব।
তাহলে শুরু করা যাক।
<?php $a=8; $b=4; $add = $a + $b; $sub = $a – $b; $multiple = $a * $b; $divided = $a / $b; echo $add; echo “</br>”; echo $sub; echo “</br>”; echo $multiple; echo “</br>”; echo $divided; ?>
এখানে $a, $b, $add, $sub, $multiple, $divided are Variable এবং
$a=8;, $b=4; এখানে 8 এবং 4 হল value আর এখানে </br>
আর echo variable গুলিকে print করছে।
$a=8;, $b=4; এখানে 8 এবং 4 হল value আর এখানে </br>
আর echo variable গুলিকে print করছে।
Output : 12 4 32 2
আমি যদি এখন Output ঠিক এভাবে চাই
8+4=12 8-4=4 8*4=32 8/4=2
তাহলে program টা ঠিক এই ভাবে লিখতে হবে।
<?php $a=8; $b=4; $add = $a + $b; $sub = $a – $b; $multiple = $a * $b; $divided = $a / $b; echo $a.”+”.$b.”=”.$add; echo “</br>”; echo $a.”-“.$b.”=”.$sub; echo “</br>”; echo $a.”*”.$b.”=”.$multiple; echo “</br>”; echo $a.”/”.$b.”=”.$divided; ?>
কী অনেক সহজ না? বুঝতে সমস্য হলে অবশ্যয় জানাবেন কেমন ভাল থাকবেন। আর থাকুন প্রযুক্তির সাথেই। সবাইকে ধন্যবাদ।
Sign up here with your email
ConversionConversion EmoticonEmoticon