হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালই আছেন।
প্রযুক্তির এই যুগে আমরা প্রাই সকলেই এখন ফেসবুক ব্যবহার করি। অনেকেই আবার ফেসবুকে বিভিন্ন প্রকার ফ্যান পেজ চালান, আর যদি সেই ফ্যান পেজে ফ্যান না থাকে তবে মনে হয়না সে পেজ চালায়ে কোন মজা আছে। ফ্যান পেজে ফ্যান বাড়ানোর অনেক ট্রিক্স আছে তার মধ্যে সব চাইতে সহজ পন্থা হল আপনার ফ্রেন্ড লিস্টে যে সব ফ্রেন্ড আছে তাঁদের আপনার পেজে ইনভাইট করুন তাহলে দেখবেন তারা আপনার পেজে লাইক দিবে এবং সাথে আপনার পেজের ফ্যান ও বাড়বে !
তবে এখানে একটি কথা, নিশ্চয় এখন ভাবছেন ধুর এতগুলা ফ্রেন্ডকে ইনভাইট করতে করতে এক বছর লেগে যাবে তার চেয়ে দরকার নাই। না বন্ধুরা এমন টা নয়, আজ আমি আপনাদের এমন একটি ট্রিক্স দিব যার মাধ্যমে একটা একটা করে ফ্রেন্ড ইনভাইট করতে হবেনা, আপনি যাস্ট একটা ক্লিক করবেন নিমিষের মধ্যে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা সব ফ্রেন্ড অটোমেটিক ইনভাইট হয়ে যাবে।
তাহলে চলুন দেখা যাক কিভাবে সেটি করবেন!
এটি করার জন্য আপনাকে গুগল ক্রোম (google chrome) Browser টি ব্যবহার করতে হবে।
আশাকরি নিচের ছবি গুলো ফলো করলে সহজেই করতে পারবেন।
বিঃদ্রঃ- ছবির ভেতরে লাল তীর গুলো অনুসরণ করুন।
১। প্রথমে গুগল ক্রোম এর সেটিং অপশন এ যান।
২। সেটিংস থকে Extensions এ ক্লিক করুন।
৩। এরপর Get more extensions ক্লিক করুন।
৪। সার্চে যেয়ে লিখুন invite all friends on facebook। তারপর চিত্রে দেখানো নির্দেশনা অনুযায়ী ADD TO CHROME এ ক্লীক করুন।
৫। এরপর Add extension এ ক্লিক করুন।
৬। Extension টি ইনস্টল হলে browser টি Restart (কেটে দিয়ে আবার অন করুন) করুন। সফল ভাবে করলে উপরের ডান সাইটে একটি টিক চিহ্ন দেখতে পাবেন।
৭। এরপর আপনার ফেসবুক পেজে গিয়ে Invite friends to like this Page এ ক্লিক করুন।
৮। এরপর উপরের ডান সাইটে টিক চিহ্নে ক্লিক করুন।
০৯। এখন একসাথে সকল ফ্রেন্ডস কে ইনভাইট করার জন্য কিছুক্ষন অপেক্ষা করতে বলবে।
১০। কিছুক্ষন পর কমপ্লিট হলে ক্লোজ করে দিন। দেখুন আপনার ফ্রেন্ডস লিস্টের সকল ফ্রেন্ডস কে ইনভাইট করা হয়ে গেছে।
টিউনটি ভালো লাগলে অবশ্যয় টিউমেন্ট করবেন।
Sign up here with your email
ConversionConversion EmoticonEmoticon