সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দিনের টিউন। আজকের টিউনে আপনাদেরকে টিউটোরিয়াল হিসাবে দেখাব বিশ্বের ১ নং পিটিসি সাইট ক্লিকসেন্স সাইটে কিভাবে একাউন্ট ওপেন করবেন, কাজ করবেন ও ইনকাম বৃদ্ধি করা সহ এ টু জেড আলোচনা!
মূলত ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ইন্টারনেটে আয়ের বহু বিষয় উল্লেখ করা হলেও অনেকের কাছে প্রশ্ন, আমার কোন অভিজ্ঞতা নেই। আমি কিভাবে কাজ শুরু করব। এই মুহুর্তে আয় করতে পারেন এমন একটি পদ্ধতি এখানে উল্লেখ করা হচ্ছে। বর্তমানে সময়ের সাথে আয়ের জন্য পিটিসি বেশ জনপ্রিয় পদ্ধতি। এজন্য আপনার কিছুই জানা প্রয়োজন নেই। তাদের ফরম পুরন করে সদস্য হবেন, তাদের সাইটে গিয়ে নির্দিষ্ট লিংকে ক্লিক করবেন এবং কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। সাথে সাথেই আপনি দেখতে পাবেন আপনার নামে সেই ক্লিকের জন্য বরাদ্দ টাকা জমা হয়েছে। মূল কথা যারা ইন্টারনেটে কোন কাজই জানেন না তাদের জন্য ইনকামের মামুলি এই পিটিসি সাইট গুলো হতে পারে।
ক্লিকসেন্স সম্পর্কে এক নজরে রিভিউ/পরিচিতি
ব্যক্তিগত ধারনা clixsense এর জন্ম না হলে ptc সাইটই আসত না। তাই আমি clixsense কে Father of all ptc site বলছি। আসলে clixsense এর মাধ্যমেই ptc সাইট চালু হয় ২০০৭ সালে। আপনি যেনে অবাক হবেন যে Clixsense ই একমাত্র company যারা আমেরিকাতে tv তে পর্যন্ত অ্যাড দেয়।clixsense থেকেও হাজার হাজার ডলার কামানো যায়।কিন্তু clixsense এর একটি প্রব্লেম হল এরা RENTED REFERRAL বিক্রি করে না।আপনাকে যা কামাতে হবে সব Direct Referral এর মাধ্যমে। clixsense এর বর্তমানে মেম্বার সংখ্যা প্রায় ১ কোটি। একবার চিন্তা করেন একটা ptc সাইট এর মেম্বার প্রায় ১ কোটি। এবং ২০০৭ সাল হইতে পে করে যাচ্ছে। প্রতিদিনে তাদের পে এর পরিমান প্রায় ৮০ কোটির বেশী ট্রানজেকশন হয়ে থাকে। এবং এটি ইউকে কর্তৃক একটি রেজিঃ কোম্পানী। সাধারনত পিটিসি সাইটগুলির বিরুদ্ধে নানাধরনের অভিযোগ থাকে, এই সাইট সেতুলনায় সুনামের সাথে কাজ করছে দীর্ঘদিন ধরে। আর এখান থেকে টাকা পাওয়ার পদ্ধতিও সহজ। পেপল, পেইজা এসবের সাথে সাথে আপনার নামে ব্যাংকচেক পাঠাবে। উল্লেখ করা যেতে পারে জনপ্রিয় এই সাইট বাংলাদেশের জন্য বন্ধ ছিল দীর্ঘদিন। সম্প্রতি নতুনভাবে অনুমতি দেয়া হয়েছে। এবং তা ইন্টারন্যাশনাল ভাবে চলছে। ব্লগে অনেক লেখকই ভূয়া ভাবে বহু পিটিসির সাথে পরিচয় করিয়ে দেন। সেখানে এক সময সব কিছুই বিফলে যাই। তবে এই কথা অনস্বীকার্য যে, পিটিসি আয়ের সাথে সাথে আপনাকে ফ্রিল্যান্সিং শেখাটা ভালো।
- ক্লিকসেন্স সাইট সম্পূর্ণ স্ক্যাম মুক্ত। বিশ্বস্তভাবে চেকিং ও রিভিউ জানতে ক্লিক করুন এখানে
ক্লিকসেন্স সাইটের বৈশিষ্ট্যবলী
১। আজকাল প্রতিনিয়তই অনেক পিটিসি সাইট তৈরি হচ্ছে। কিন্তু বেশ কিছুদিন পেমেন্ট করার পর স্ক্যাম হয়ে যাচ্ছে। কিন্তু clixsense এই থেকে সম্পূর্ণ মুক্ত ২০০৭ সন হতে পেমেন্ট করে আসছে।
২। অন্য পিটিসি সাইটের বেশী অ্যাডে ক্লিক করতে হয় যেমন: কোন অ্যাডে ক্লিক করতে ৫ সেকেন্ড, কোনটি ৩০ সেকেন্ড, কোনটি ১ মিনিট এইভাবে প্রায় ৫০ টির বেশী অ্যাডে ক্লিক করতে হয় যা পেমেন্ট কম এবং সময় প্রায় ৩০ মিনিটের বেশী লাগে। কিন্তু ক্লিকসেন্স এ- তেমন সময় লাগেনা। প্রায় ৫-৮ মিনিটের মধ্যে কাজ শেষ। একটি মাত্র অ্যাড ব্যতিত বাকি সকল অ্যাডের সময় ৫ সেকেন্ড।
৩। ১ম দিকে একটু কম অ্যাড পাওয়া যাবে যেমন ৫ টি কিংবা ১০ টি। যখন নিয়মিত হবেন তখন ১৫ টি পাবেন। আসলে আপনি এই সাইটে কাজে মনোযোগী কিনা তা ক্লিকসেন্স যাচাই করবে। তবে প্রতিদিন ২৪ টির বেশী অ্যাড দেয়না। প্রতি অ্যাডের সময় ০.৫ সেকেন্ড।
৪। প্রয়োজনে আপগ্রেড করে এবং রেফার করেও আয় বৃদ্ধি করতে পারবেন। এখানে আনলিমিটেড রেফার করতে পারবেন। এই জন্য শর্ত প্রযোজ্য হিসাবে আপনাকে একাউন্ট করতে হলে রেফার হিসাবে একটি একাউন্ট ওপেন করতে হবে। অতপর ২০০ সেন্ট জমা হবার পর অন্য কাউকে আপনার আইডি দিয়ে রেফার করতে পারবেন।
আমার পেমেন্ট প্রুফ চিত্র ও কাজের অভিজ্ঞতা
পূুর্ববর্তী বেশ কয়েকটি টিউনে উল্লেখ করেছিলাম ব্যক্তিগত হিসাবে পূর্বে প্রায় ৩ বছর পূর্বে এই সকল পিটিসি সাইটে কাজ করে মামুলি কিছু অর্থ আয় করেছি। বর্তমানে নিজের ওয়েব ডেভেলপমেন্ট, ব্লগিং, ছোটখাট ফ্রিল্যান্স এবং অন্যান্য ব্যস্ততার কারনে পিটিসি সাইটে কাজ করার সময় পাইনা। তবে তিন বছর পূর্বে ক্লিকসেন্স একাউন্ট ক্রিয়েট করেছিলাম সেখান হইতে বর্তমানে কোন কাজ না করে প্রতিদিনে প্রায় ১.৮০-২.২০ ডলার পর্যন্ত আয় পাচ্ছি। অনেকেই হয়ত কল্পনা ভাবছেন! কোন কল্পনা নই। আসল রহস্যর কথা বলছি- যে কোন লিগ্যাল পিটিসি সাইটে কাজ করতে হলে প্রথমত আপনাকে ৭-৮ মাস কষ্ট করে নিয়মিতভাবে কাজ করতে হবে। সেই হিসাবে ক্লিকসেন্স সাইটে আমি যখন একাউন্ট ওপেন করি ২০১৩ সনে। তখন ইনকাম স্বল্প হত যেমন মানে ২-৩ ডলার। অতপর একটানা ৮ মাস নিয়মিতভাবে কাজ করতে থাকি। এবং বেশ কিছু টিপস অনুসরন করি যেমনঃ দেশী ও বিদেশী ব্লগ সাইটে রেফার লিংক শেয়ার করা, অ্যাডভাইজিং করা, সোস্যাল সাইটে শেয়ার করন ইত্যাদি। তারফলে ৩য় মাস হইতে প্রতিদিন আয় প্রায় ০.২৫ ডলার হইতে শুরু করল এবং অদ্যবধি হচ্ছেই। এই পর্যন্ত প্রায় ১৩০ ডলারের মত উইথড্র করতে পেরেছি। বর্তমানে আমার রেফারেল সংখ্যা প্রায় ৯০০ এর মত।
- ক। নিচে চিত্রে আমার একাউন্টের তথ্যাদি প্রেরন করা হল-
- খ। পেমেন্ট প্রুফ একাধিকবার পেইজাতে পেমেন্ট প্রুফ পেয়েছি-
জানুয়ারী ২০১৫ পেমেন্ট
জুন ২০১৫ পেমেন্ট
রেজিষ্ট্রেশন প্রক্রিয়া
- এবার আসল কাজ শুরু। clixsense পলিসি অনুযায়ী সাইটে সাইনআপ করতে হলে আপনাকে কোন রেফারেল আইডি হয়ে রেজিঃ করতে হবে। কেননা, আপনি যখন Referral এবং Advertisement শুরু করবেন সেখানে ইনকাম বৃদ্ধিতে বেশ সহায়ক হবে। রেফারেল না হয়ে সরাসরি সাইনআপ করতে পারবেন। তবে তা clixsense সার্ভারে Non Improve ID হিসাবে রেকর্ড থাকবেন। আমি যখন Signup করেছিলাম তখন অন্য একটি Referral আইডির মাধ্যমে Pass করেছিলাম। যাইহোক এবার বিষয়টি আপনার ইচ্ছা কোন পদ্ধতিতে রেজিঃ করবেন!
- রেজিঃ করতে প্রথমে তাদের সাইটে যান এখানে
সেখান হইতে সাইনআপে ক্লিক করুন> নিম্নরুপ চিত্র আসবে > যাবতীয় তথ্যাদি পূরন করুন
First name অংশে নিজের আসল নামের First name পূরন করে Last name দেন। Signup করার পর আপনার ইমেইল একটি লিঙ্ক পাঠাবে।আপনাকে ইমেইল এ গিয়ে ঐ লিঙ্ক কে ক্লিক করে তা অ্যাক্টিভ করতে হবে।তার পর আপনি login এ ক্লিক করে login কারার পর একটি page আসবে। ঐ খানে আপনাকে কিছু তথ্য পুরন করতে হবে। payment email অংশে যে ইমেইল দিয়ে Signup করেছেন সে ইমেইল ই দেন। যেহেতু বাংলাদেশ এ paypal নাই শুধু payza আছে সেহতেু সেখানে পেইজা এড্রেস দিতে পারেন।
সেখানে লিংকে ক্লিক করে আপনার ইমেইল নিষ্চিত করুন। সাথেসাথে আপনি তাদের সদস্য। আপনার লগিন নেম, পাশওয়ার্ড ব্যবহার করে আপনার একাউন্টে প্রবেশ করুন।
কিভাবে কাজ করবেন এবং আয় বৃদ্ধি করা যাবে?
- প্রথমে একাউন্ট লগইন করে View Advertisement অংশে ক্লিক করুন > নিচের মত চিত্র পাবেন। এখানে প্রধান কাজ হল আপনাকে একটি একটি করে অ্যাড ক্লিক করে প্রিভিউ দেখে শেষ করতে হবে। প্রতি অ্যাড শো করবে ৫ সেকেন্ড।
- আপনি যখন খুশি যত খুশি ক্লিক করতে পারেন না। প্রত্যেকের জন্য ক্লিক বরাদ্দ করা হয়। ভিউ এড বাটণের ওপর দুটি সংখ্যা দেখতে পাবেন, একটি কতগুলি লিংক আছে, অপরটি আপনি কতবার ক্লিক করার সুযোগ পাবেন। এই বাটনে ক্লিক করুন। লিংকগুলি ওপেন হবে। এখানে মূলত ছবির সাথে মিল রেখে ক্লিক করতে হয় যেমন আপনাকে Cat (বিড়াল) এ- ক্লিক করতে বললে তাতে ক্লিক করতে হবে।
- প্রতিটি লিংকের জন্য ক্লিক করলে কত টাকা পাবেন সেটা দেখতে পাবেন। সাধারনত .০০১ ডলার থেকে .০২ ডলার পর্যন্ত। পছন্দমত কোন লিংকে ক্লিক করুন।
- বিড়াল এ ক্লিক করলে তারপর টাইমার শুরু হবে(3 Sec -15-30 Sec) শেষ হলে এই Tab কেটে দিয়ে আবার আরেকটি অ্যাড দেখেন।
- হতাশ হয়েন না। আপনারা হয় তো ভাবতেছেন যেহেতু RENTED REFERRAL নাই।আর আপনার পক্ষে DIRECT REFERRAL যোগার করা সম্ভব না তাই এই সাইট এ কাজ করে লাভ কি?সমসসা নাই আমি শিখিয়ে দিব কিভাবে আপনি CLIXSENSE এর জন্য DIRECT REFERRAL যোগার করতে পারবেন।
- তথাপি অ্যাডে ক্লিক করা ব্যতিত আরো কিছু আয়ের সুযোগ আছে যেমনঃ Task from, Survey, Offers, Game, Clixgard ইত্যাদি।
- অপরদিকে একাউন্ট মাইগ্রেশনের মাধ্যমে আয় করা সম্ভব। যেমন প্রিমিয়াম ভার্সনে যান তাহলে প্রতি বছরের জন্য ১৮ ডলার চার্জ লাগবে। অবশ্য মাইগ্রেশন না করলেও সমস্যা নাই।
CLIXSENSE এ ডাইরেক্ট রেফারেল পাবার ফর্মূলা
- ৬মাস ক্লিক করে যান। কোন Direct referral ছাড়াই। ৬ মাস এর মধ্যে ২/১ বার Withdraw করেন।
- ৬ মাস সাইটে এ কাজ করে যাবার কারনে এখন (মানে ৬ মাস পর) আপনি প্রতি মাসে CLIXSENSE থেকে ১৮$ আয় করলেন।
- CLIXSENSE এর এই ১৮$ Withdraw না করে ২ দিনের জন্য বা তার বেশী CLIXSENSE এর Fixed advertisement ক্রয় করতে হয়।
নিচের ছবির মত দেখতে পাবেন
- এখান থেকে প্রথমে PURCHASE CLICKS এ ক্লিক করতে হবে। তা হলে নিচের ছবির মত দেখতে পাবেন।এখান থেকে Unlimited for 2 day কিনুন। জমানো $ দিয়ে।
- এবার ADD AN ADVERTISEMENT ক্লিক করুন। তা হলে নিচের ছবির মত দেখতে পাবেন। সেখান হইতে অ্যাড প্যাকেজ নির্বাচন করবেন। এখানে আপনার আয়কৃত অর্থ কিংবা পেইজার মাধ্যমে ডিপোজিত করে ADVERTISEMENT ক্রয় করতে পারবেন।
- TITLE অংশে নিজের ইচ্ছা মত Title দেন।অথবা দিতে পারেন clixsense-No.1 ptc site
- Description অংশে ইচ্ছা মত দেন অথবা লিখতে পারেন Clixsense-Many way of earning-Earn 200-300$ per month.
- URL অংশ–আপনি Clixsense এ Signup করলে ওরা আপনার জন্য একটি পারসনাল Referral link দিবেন।যা অন্য কারও সাথে মিলবে না।
- এখানে রেফারেল http:// থেকে last পর্যন্ত কপি করেন। তারপর তা clixsense এর url অংশে paste করে add advertisement এ ক্লিক করেন।তাহলে ৪৮ ঘণ্টার জন্য চালু হয়ে যাবে। আশা করা যায় দৈনিক আপনি কয়েক হাজার এর মত visitor পাবেন। চিন্তা করেন দুই দিনে প্রায় ২০ হাজার visitor পাবেন আপনার লিঙ্ক কে। যারা ঐ লিঙ্ক কে ক্লিক করে Signup করবে সবাই আপনার Referral।এক বার ভাবুন কত জন Direct Referral পেতে পারেন। ধরেন আপনি ৮০-২০০ Referral পেলেন। তাহলে সারা জীবন ঐ ২০০ Referral থেকে ইনকাম পেতে থাকবেন। ৫০-২০০ Referral থেকে মাসে ২০$ বা বাংলাদেশ টাকাই প্রায় ৭০০০ হাজার টাকা কামানো অসম্ভব কিছু নই। ক্লিকসেন্স সাইটে দেখবেন যারা মাসে অধিক পরিমাণে আয় করছেন তাদের মূলত রেফারেল সংখ্যা সহস্রাধিক। এমন অনেকে আছেন যাদের রেফারেল সংখ্যাটা প্রায় ১-২০ হাজারের উপর।
সার কথা
আলোচনার শেষ পর্যায়ে। আশা করি এই সাইটে কাজ করার পদ্ধতি ও রেফারেল সংগ্রহের পদ্ধতি সম্পর্কে ধারনা পেয়েছেন। আসলে পরিশ্রমের মাধ্যমে অনেক কিছুই সম্ভব। সুতরাং Clixsense সাইটে প্রাথমিকভাবে ভাবে কাজ শুরু করতে পারেন আগ্রহ যদি আগ্রহ থাকে। অতপর ৫-৬ মাস পর অ্যাডভারটাইজ ক্রয় করে রেফারেল পদ্ধতি বৃদ্ধি করতে পারবেন। তবে অন্য যে কোন পিটিসি সাইট হতে Clixsense সাইটের রেফারেলের আয়ের পরিমাণ অনেক বেশী। তথাপি আপনার যদি ব্লগ কিংবা সোস্যাল সাইট থাকে তাহলে সেখানেও রেফারেল প্রচারনা করতে পারেন। পরিশেষে টিউনটি অনুসরন করে কারো সামান্যতম উপকারে আসলে কিছুটা হলেও লেখার সার্থকতা পাব। সুতরাং আজ এই পর্যন্তই। সবাই ভাল থাকুন।
বিশেষ প্রয়োজনে আমাকে নক করতে পারেন
- English Blog | ফেসবুক |
Sign up here with your email
ConversionConversion EmoticonEmoticon