ইজি পি এইচ পি পর্ব ৪ এ আপনাদের স্বাগতম।গত পর্বে আমরা Variable এবং php Comment নিয়ে আলোচনা করেছিলাম।আজ আমরা আলোচনা করব Embedding নিয়ে।
HTML এর ভিতর PHP CODE:PHP code এর ভিতর যেমন HTML code ব্যবহার করা যায়।তেমনি HTML এর ভিতর ও php code ব্যবহার করা সম্ভব।তবে এ ক্ষেত্রে HTML file এর extension কে php করে দিতে হবে। extension হচ্ছে . এর পরের অংশ (.html থেকে .php)
HTML এর ভিতর PHP CODE:PHP code এর ভিতর যেমন HTML code ব্যবহার করা যায়।তেমনি HTML এর ভিতর ও php code ব্যবহার করা সম্ভব।তবে এ ক্ষেত্রে HTML file এর extension কে php করে দিতে হবে। extension হচ্ছে . এর পরের অংশ (.html থেকে .php)
উদাহরণ: file name:index.html
1
2
3
4
5
6
7
8
9
10
| <!DOCTYPE HTML> <html lang= "en-US" > <head> <meta charset= "UTF-8" > <title></title> </head> <body> <b> My name is XYZ.</b> </body> </html> |
index.html কে index.php করুন।
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
| <?php $name = "xyz" ; ?> <!DOCTYPE HTML> <html lang= "en-US" > <head> <meta charset= "UTF-8" > <title></title> </head> <body> <b> My name is <?php echo $name ?></b> </body> </html> |
এখানে $name একটি variable ।এই variable দ্বারা নামটাকে একটি text হিসেবে সংরক্ষণ করে রাখা হয়েছে। আর পিএইচ পি র প্রতিটি কোড শুরু শেষে php tag ব্যবহার করতে হয়।তাই শুরু তে <?php এবং শেষে ?> ব্যবহার করা হয়েছে।
আর <?php echo $name ?> এখানে echo দ্বারা $name variable কে কল করা হয়েছে।তাই $name এর ভিতরে যা পাচ্ছে তা show করছে।
এভাবে একই variable কে আমরা বার বার ব্যবহার করতে পারি।
আর <?php echo $name ?> এখানে echo দ্বারা $name variable কে কল করা হয়েছে।তাই $name এর ভিতরে যা পাচ্ছে তা show করছে।
এভাবে একই variable কে আমরা বার বার ব্যবহার করতে পারি।
PHP এর ভিতরHTML CODE: php code এর ভিতর ও আমরা html code ব্যবহার করতে পারি।
উদাহরণ: <h1> My Name Is Goni </h1> html এর এই code টি php code এ করলে হবে।
উদাহরণ: <h1> My Name Is Goni </h1> html এর এই code টি php code এ করলে হবে।
1
2
3
4
5
| <?php echo "<h1>" ; echo "My Name Is Goni" ; echo "</h1>" ; ?> |
এখানে সম্পূর্ণ কোডটি কে আমরা তিনটি ভাবে ভাগ করলাম। প্রখমে <h1> কে echo দ্বারা call করা হয়েছে। ২য় অংশে text কে echo দ্বারা call করা হয়েছে। ৩য় অংশে আবার echo দ্বারা </h1> শেষ করা হয়েছে।
চাইলে echo দ্বারা একলাইনে লিখতে পারেন..
1
2
3
| <?php echo "<h1>" . "My Name Is Goni" . "</h1>" ; ?> |
এক এর বেশি echo করার জন্য প্রতিটি echo কে . দিয়ে যোগ করুন। উদা: ” “. ” ” .” ”
php basic clear করার জন্য w3schools থেকে ঘুরে আসতে পারেন।
আজ আর বেশি আলোচনা করলাম না ।এক সাথে বেশি হইলে হজম করতে কষ্ট হবে।
php basic clear করার জন্য w3schools থেকে ঘুরে আসতে পারেন।
আজ আর বেশি আলোচনা করলাম না ।এক সাথে বেশি হইলে হজম করতে কষ্ট হবে।
ফেইসবুকে আমি : Syed Leo
Sign up here with your email
ConversionConversion EmoticonEmoticon