ফ্রিল্যান্সিং কি? নতুনরা কিভাবে শুরু করবে? মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যাবে?


আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এবং আমাদের সাথেই আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হল ফ্রিল্যাঞ্চিং কি বা কিভাবে শুরু করা যেতে পারে। নতুন রা কিভাবে শুরু করতে পারে। তো চলুন কথা না বারিয়ে কাজে যাই।

ফ্রিল্যনান্সিং কি? 

ফ্রিল্যাঞ্চিং হচ্ছে মুক্ত পেশা। সহজ কোথায় অনলাইনে চাকরি। তবে এই চাকরিটা বাস্তবে চাকরি এর মতো না। যেমন আমরা বাস্তবে যে কোম্পানি গুলতে চাকরি করি সেগুলোতে ৯-৫টা বা নির্দিষ্ট একটা সময় থাকে যে সময় পর্যন্ত অফিসে থাকতে হয়। এবং মাসে শেষে একবার বেতন পায়। আর ফ্রিল্যাঞ্চার দের কাজের কোন ধরা বাধা সময় নেই। যখন খুশি তখন কাজ করতে পারে। তারা এক সাথে একাধিক কোম্পানির সাথে কাজ করতে পারে এবং মাসে একাধিক বারা পেমেন্ট পেয়ে থাকে। 

ফ্রিল্যাঞ্চিং এর সুবিধা ও অসুবিধা। 

ফ্রিল্যাঞ্চিং এর সুবিধা হচ্ছে এটি মুক্ত পেশা। এখানে আমরা আমাদের ইচ্ছা মতো কাজ করতে পারি এবং চাইলে এক সাথে অনেক গুলো কোম্পানির কাজ করে বেশি  আয় করতে পারি। ফ্রিল্যাঞ্চিং করার জননে আমাদের কোন অফিসে বা কোথাও যাওয়ার প্রয়জন নেই। আমরা ঘরে বসেই আয় করতে পারি। আর অসুবিধা গুলো হল আমরা যদি কাজ না পাই সে ক্ষেত্রে আমাদের কোন আয় হবে না। 

নতুনরা কিভাবে শুরু করবে? 

আমাদের নতুন দের একটা কমন প্রশ্ন 
১.আমরা কি কাজ টা করবো? 
২.কোন কাজ টা শিখলে ভালো হবে?
৩.কোনটি সহজ? 
৪.কোন কাজ করলে খুব সহজে অনেক টাকা আয় করব? 
৫.কাজ শিখতে কত দিন লাগবে? 
৬.আমি কি আয় করতে পারব?
৭. মোবাইল দিয়ে কাজ করা যাবে কি না?
ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করে থাকে। এখন কথা হচ্ছে আমি সব গুলো প্রশ্নের উত্তর একটা একটা করে দিচ্ছি। 
১. প্রথম কথা হচ্ছে আপনার কোন কাজ টি ভালো লাগে কনটির প্রতি আপনার আগ্রহ বেশি সেটি শিখতে পারেন। অনলাইনে সব ধরনের স্কিল এর কাজ আছে। যে কোন একটি ভালভাবে শিখে আপনি কাজ করতে পারেন। 
২. এই প্রশ্নের একটাই উত্তর আপনি যে কাজই শিখুননা কেন সেটাতে এক্সপার্ট হন তাইলে কাজের অভাব হবে না। 
৩. ভাই সহজ বলে কিছু নাই আবার কঠিন বলেও কিছু নাই। আপনি যদি কোন কাজের প্রতি আগ্রহি হন এবং সে কাজটি যদি করতে আপনি আনন্দ পান তাহলে সে কাজটি আপনার কাজ মনে হবে না এবং কঠিন ও মনে হবেনা। ওই কাজটা আপনার কাছে পৃথিবীর সবচেয়ে সহজ কাজ মনে হবে।
৪. ভাই সহজে যদি অনেক টাকা আয় করা যেতো তাহলে কেও আর পরিশ্রম করতনা সবাই সহজে আয় করত। ভালো ভাবে নিজের অনলাইন কেরিয়ার তৈরি করতে হলে অবশ্যই কোন বিষয় এর উপর এক্সপার্ট হতে হবে।  
৫. আপনি কোন কাজটি শিখবেন তার উপরে নির্ভর করবে। আপনার কাজটি শিখতে কত দিন লাগবে। এবং আরেকটি বিষয় হোল আপনি কাজটির প্রতি কতটা আগ্রহি। 
৬. এটির উত্তর খুব সহজ আপনি যদি কাজ জানেন সে অনুপাতে পরিশ্রম করেন তবে অবশ্যই আপনি আয় করতে পারবেন।
৭. মোবাইল দিয়ে কাজ করা যাবে তবে হাতে গোনা কয়েকটি মাত্র। 
হয়ত সবার আরও কিছু প্রশ্ন থাকতে পারে নিচে কমেন্ট করবেন আশা করি উত্তর দাওয়ার চেষ্টা করবো।

নতুনদের জন্যে আমার কিছু সাজেশন 

নতুনদের যারা লিখা লেখি করতে পছন্দ করেন তারা নিজের ব্লগ খুলে আর্টিকেল লিখে আয় করতে পারেন। আর যারা ভাবছেন কিভাবে লিখব তার জন্যে নিচে একটি ভিডিও দিয়েছি ভালভাবে পুরোটা দেখলে কিছুটা ধারনা পাবেন। যারা ব্লগ বানাতে চান তারা কমেন্ট করবেন এই বিষয়ে সামনে ভিডিও  পাবলিশ করবো তাহলে।আর একটি কথা কাজ অবশ্যই ভালভাবে শিখে তার পর কোন মার্কেট প্লেসে কাজ এর জন্যে অ্যাপ্ল্যায় করবেন।

যারা মার্কেট প্লেসে কাজ ছাড়াও কাজ করতে চান তারা কি কি  করতে পারেন। 

১. নিজের ব্লগ সাইট বানাতে পারেন।
২. ইকমার্স সাইট তৈরি করে ব্যবসা করতে পারেন।
৩. নিউজ সাইট।
৪. ড্রপশিপ ব্যবসা করতে করতে পারেন। 
৫. যারা ইংলিশ ভালো জানেন তারা টান্সক্রিবসন এর কাজ করতে পারেন।
৬. আর্টিকেল লিখে অ্যায় করতে পারেন। 
ইত্যাদি। 
বিঃদ্রঃ যে কোন ধরনের ওয়েব সাইট বানায় নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। 

ভিডিও টা দেখে নিবেন একটু কষ্ট করে। 



এতক্ষণ পর্যন্ত ধর্জ সহকারে পোড়ার জন্যে আপনাকে ধন্যবাদ। আশা করি আমাদের সাথেই থাকবেন। সামনে আরও টিপস নিয়ে আপনাদের সামনে চলে আসব ইন্সাল্লাহ।

আমাদের ফেসবুক পেজEduTec BD
আমাদের ফেসবুক গ্রুপ:  EduTec BD
আমাদের ফেসবুক পেজFree Earning Tips
আমাদের ফেসবুক গ্রুপ: Free Earning Tips

Previous
Next Post »