Easy PHP Larn (Part-2)

HTML এর মত PHP এর ফাইল গুলোকে ডাবল ক্লিক করলে অপেন হয় না তাই কাজ শুরুর আগে পিসিতে লোকাল সার্ভার ইন্সটল করে নিতে হবে।ওয়েব সার্ভারের ক্ষেত্রে কোন সমস্যা নেই। লোকাল সার্ভার হিসেবে XAMPP অথবা WAMP install করে নিলে হবে। আমরা XAMPP দিয়েই কাজ শুরু করছি…
প্রথমে XAMPP for Windows 1.8.3 PHP এখান থেকে XAMPP Download করে install করে নিন।install ‍সিষ্টেম অন্যান্য install এর মত তাই বিস্তারিত লিখলাম না।
Install এর পর  Apache ও   Mysql এ  Start click দিন

তারপর ডান পাশে  Explore এ ক্লিক দিন। htdocs Folder এ ঢুকুন
> যে কোন নামে একটি Folder করুন।(Ex: my_project)
> my_project Folder এ একটি text.txt file খুলুন। তার পর file টির নাম রিনেইম করে index.php দিন।
এবার index.php file টি notepad++ এ খুলুন।
এই code টুকু লিখুন
1
2
3
4
5
<?php
echo "This Is My First Code";
?>
Save করুন।
আসুন ব্রউজারে আউটপুট দেথি
ব্রউজারে address bar এ লিখুন localhost/my_project/index.phpএখানে localhost হেস্ট নেইম এটা অবশ্যই দিতে হবে। my_project হচ্ছে folder এর নাম। আর index.php File এর নাম। file এর নাম index.php হলে File নেইম না দিলে ও চলবে (localhost/my_project/)
কোড বিশ্লেষণ:
>>> পি এইচ পি শুরু করতে হয় <?php  দিয়ে। শেষ করতে হয় ?> দিয়ে।এর মধ্যে সকল কোড লিখতে হয়।
<?php
?>
>>> যে কোন কোড কে কল করতে হয় echo অথবা print দিয়ে।
>>> প্রতিটি কোড কে শেষ করার জন্য   ;  ব্যবহার করতে হয়।

পি এইচ পি Variable :
Variable কি খুব বেশি ব্যাখ্যা না দিয়ে কাজ করতে করতে শিখাতে চেষ্টা করব। শুধু এই টুকু জেনে রাখুন Variable হচ্ছে কোন data কে সংগ্রহ করে রাখার জন্য একটি পাত্র
উদাহরণ:
1
2
3
4
5
6
<?php
$my_text="This Is My First Code";
echo $my_text;
?>
কোড বিশ্লেষণ:
>>> পি এইচ পি তে   Variable call করতে হয় $ দিয়ে।
এখানে $my_text একটি Variable।আপনি চাইলে my_text এর পরির্বতে অন্য কিছু ব্যবহার করতে পারেন।
আপনার নাম ও ব্যবহার করতে পারেন 😀

আজ এতটুকুই কোন কিছু বুঝতে সমস্যা হলে জানাবেন।
Previous
Next Post »